আগামী ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ বিপর্যস্ত হতে চলেছে। রেলসূত্রে জানা গেছে ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম ও মগরা স্টেশন এলাকায় রেললাইনে কাজ শুরু হতে চলেছে। এর ফলে বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। সাময়িকভাবে বাতিল থাকছে গৌড় এক্সপ্রেস। বাতিল করা হয়েছে রাধিকাপুর এক্সপ্রেস, মালদা এনজিপি যাওয়ার তিস্তা তোর্সা, কামরূপ এক্সপ্রেস। এদিকে ট্রেন বাতিল হয়ে যাওয়ার ফলে বিপাকে রেলযাত্রীরা। এদিন মালদা টাউন স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে রেলযাত্রীদের টিকিট ক্যানসেল করার ভিড় দেখা যায়। এব্যাপারে মালদা ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার জানান ব্যান্ডেল ও মগরা স্টেশন এলাকায় রেললাইন সংস্কারের কাজের জন্য রেল পরিষেবা বন্ধ থাকবে।
Several Trains, including the Gaur Express, are being Canceled