ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে ঢাকা প্রেস ক্লাবের সামনে নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে দেন বিএনপি নেতা রুহুল রিজভি। কাঁথিতে সনাতনীদের প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিল থেকেই বাংলাদেশের বিএনপি নেতাকে জবাব দেন শুভেন্দু অধিকারী। ভাষণ দিতে গিয়ে শুভেন্দু বলেন, 'কে একটা বেয়াদপ আছে, বউয়ের শাড়ি পোড়াচ্ছিল, ওই রিজভিকে বলব, তুমি কয়েকমাসে আগে ভারতে এসে হার্টে একটা রিং পরে গেছ। ওই রিংটা খুলে দাও, তারপর বউয়ের শাড়ি পুড়িও।'