scorecardresearch
 
Advertisement

Padma Award: সিকিমের হড়পা বানের মত ঘটনা ফের ঘটবে! সতর্ক করছেন পদ্মশ্রী একলব্য শর্মা

Padma Award: সিকিমের হড়পা বানের মত ঘটনা ফের ঘটবে! সতর্ক করছেন পদ্মশ্রী একলব্য শর্মা

পদ্ম পুরস্কারের তালিকায় জ্বলজ্বল করছে বাংলার নাম। ডঃ একলব্য শর্মা। ছোট ছোট লেককে সঠিকভাবে নজরদারি না করলে যেকোনো সময় ঘটতে পারে সিকিমের হড়পা বানের মত ঘটনা। মনিটরিং স্টেশন কম হওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে বলে অনুমান করছে পদ্মশ্রী ডঃ একলব্য শর্মা। এই ধরনের পরিস্থিতি এড়াতে যাতে দ্রুত দ্রুত মনিটরিং স্টেশন বাড়ানো হয় বাড়ানো হয় তার পরামর্শ দেন তিনি পরামর্শ দিলেন তিনি। শনিবার শিলিগুড়ি 46 নং ওয়ার্ডে তার নিজের বাসভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পদ্মশ্রী। গোটা দেশেই বিভিন্ন বিভিন্ন বিষয়ে বিশিষ্ট ব্যক্তিদের পদ্মশ্রী সম্মান জানানো জানানো হবে। ইতিমধ্যে গোটা দেশে 132 জনের নামের তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় রয়েছেন কার্শিয়াংয়ের বাসিন্দা অধ্যাপক একলব্য শর্মা।

Padma Awardee Dr Eklabya Sharma on Sikkim Flash Flood Prediction

Advertisement