scorecardresearch
 
Advertisement

PM Narendra Modi on Sandesjkhali Incident: 'প্রত্যেকটা চোটের জবাব ভোটে দিতে হবে,' আরামবাগে হুংকার মোদীর

PM Narendra Modi on Sandesjkhali Incident: 'প্রত্যেকটা চোটের জবাব ভোটে দিতে হবে,' আরামবাগে হুংকার মোদীর

সন্দেশখালি কাণ্ড নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ইন্ডিয়া জোটের নেতারা। এদিন তিনি বলেন,'তৃণমূলের রাজত্বে তৃণমূলের নেতা দু'মাস বেপাত্তা ছিল। কেউ তো তাকে বাঁচিয়েছে।' এরপরই প্রধানমন্ত্রী জনসভায় প্রশ্ন ছুঁড়ে দেন। বলেন, 'এরকম তৃণমূলকে মাফ করবেন ? মা-বোনের সঙ্গে যা হয়েছে, তার বদলা নেবেন কি নেবেন না? প্রত্যেকটা চোটের জবাব ভোটে দিতে হবে।'তারপরেই তিনি বলেন, 'আমার সবথেকে খারাপ ইন্ডি জোটের নেতাদের দেখে লাগে। ওই নেতারা সন্দেশখালির কাণ্ডে চোখ-কান-মুখ বন্ধ করে বসে আছেন। পাটনা, মুম্বই, ব্যাঙ্গালুরুতে বৈঠক করেন। কিন্তু তাঁরা এখাকার মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাওয়ার সাহস করতে পারেননি। সন্দেশখালিতে একবার দেখতেও যায়নি। কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ বলেছেন, আরে ছাড়ো বাংলায় তো এসব চলতেই থাকে। এটা বাংলার অপমান কী না বলুন। বলুন বাংলার মহান সাংস্কৃতিক পরম্পরার অপমান কী না বলুন।'

Advertisement