আরজি কর কাণ্ডের পর প্রবল জনরোষের মুখে পড়ে কলকাতা পুলিশ। অভিযোগ ওঠে অভয়ার মৃত্যুর পর তথ্যপ্রমাণ লোপাটেও পুলিশের হাত রয়েছে। আর এই ঘটনায় কলকাতার নগরপাল বিনীত গোয়েল জনরোষের তালিকায় কার্যত প্রথম সারিতে রয়েছেন। বিরোধীরাও অনেকে ইতিমধ্যেই সিপি বিনীত গোয়েলের অপসারণ চেয়েছেন। এর মধ্যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চরম অপমান করা হল হুগলির তারকেশ্বরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটি পথসভায় বিনীত গোয়েলের কার্টুন বানানো হয়েছে। সেই কার্টুনে দেখা যাচ্ছে তাঁর প্যান্ট খুলে পিছন থেকে লাথি মারছে একজন যুবক। আরজি কর কাণ্ডে অপরাধীদের শাস্তির দাবিতে সাধারণ নাগরিকদের পথসভা আয়োজিত হয় তারকেশ্বরে। রবিবার, ১ সেপ্টেম্বর সন্ধ্যায় তারকেশ্বর ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় সচেতন নাগরিকদের উদ্যোগে আরজিকর কাণ্ডে অপরাধীদের শাস্তির দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়।
Poster Against Vinit Goyal in Hooghly