scorecardresearch
 
Advertisement

Wounded Cuckoo: কাকেদের হামলায় আহত কোকিল, চলছে পরিচর্যা

Wounded Cuckoo: কাকেদের হামলায় আহত কোকিল, চলছে পরিচর্যা

প্রকৃতির বেশিরভাগ রহস্যই আমরা ভেদ করতে পারেনি। বিশেষ করে প্রাণী জগতে রয়ে গেছে এক আশ্চর্য রহস্য। একটা একটা প্রাণী এক এক রকমের হয়। আপনি ভাবুন পাখিদের ক্ষেত্রে। এক এক ধরণের পাখি একেক রকম তার রঙ, রূপ এবং স্বভাব । তেমনই এক ধরণের পাখি কোকিল। যে কোনওদিন বাসা তৈরি করল না। এতই অলস পাখি। অন্য পাখির বাসায়, সাধারণত কাকের বাসাতেই ডিম পারে মেয়ে কোকিল। কাক প্রথমে বুঝতে পারে না। নিজের ডিম মনে করে তার দেখভাল করে। যখন বাচ্চা বড় হয়, তখন বুঝতে পারে যে তার বাচ্চা নয়। আর তখন তাকে আক্রমণ করে। বাসা থেকে ফেলে দেয়। সিউড়ির বাঁশজোড়া গরাম থেকে এরকম একটি মেয়ে কোকিলকে কাকেদের আক্রমণ থেকে বাঁচালেন দীনবন্ধু বাবু। আপাতত তার পরিচর্যা চলছে। সুস্থ হলে ছেড়ে দেওয়া হবে অনুকূল পরিবেশে।

Protecting the injured cuckoo from the attack of crows

Advertisement