রেললাইনের ধারে পড়ে দেহ। কিন্তু মানুষের নয়। একটা বিশাল প্রানীর। আর এমন এক প্রাণী যা প্রায় অবলুপ্তির পথে। আর কীভাবে এই বিশাল অতিকায় প্রাণীর মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। রহস্য উদঘাটনের জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রেল লাইনের ধার থেকে উদ্ধার হলো একটি পূর্নবয়স্ক নীলগাই এর দেহ। নীলগাই কী আগে সেটা সংক্ষেপে বলি। নীলগাই হল একটি অ্যান্টিলোপ শ্রেণীর অন্তর্গত। নামে নীলগাই হলেও এটা আদতে কিন্তু গরু নয়। আর এই প্রাণীর সঙ্গে গরুর কোনও মিল নেই। এমনকী এই প্রাণীর গায়ের রঙ নীল রঙও নয়।
Railway news: Mysterious animal death near Birbhum tracks