মালদার চাঁচলে পাহাড়পুর এলাকায় ধুমধাম করে রাবণ পুজো। রাবণের আরাধনায় মাতলেন এলাকাবাসী। পুজো মণ্ডপ তৈরি করে ঢাক বাজিয়ে, পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজিত হলেন দশানন। পুজোর পর মহানন্দে খাওয়া হল প্রসাদ। মধ্যরাত্রে পুজো দেখতে প্রচুর মানুষের সমাগম ঘটে পাহাড়পুর এলাকায়। পুজো উদ্যোক্তাদের মতে, রাবণ ছিলেন বীরযোদ্ধা ও পণ্ডি। তাই তাঁর কৃতিত্ব ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ।
Ravana Puja at Malda