বিশিষ্ট শরদ শিল্পী পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের বাড়িতে এসেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রধান মোহন ভাগবত। দক্ষিণ কলকাতায় তার বাড়িতে প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট ছিলেন তিনি। তিনি বেড়িয়ে যাওয়ার পর পন্ডিত তেজেন্দ্র নারায়ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মোহন ভাগবত অনেকক্ষন শাস্ত্রীয় সংগীত শুনেছেন। শাস্ত্রীয় সংগীত সম্পর্কে মোহন ভাগবতের বিপুল জ্ঞান রয়েছে। উভয়পক্ষের মধ্যে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অতিথি আপ্যায়নে বাঙালি খাবার খেয়েছেন মোহন ভাগবত।