RSS প্রধান মোহন ভাগবতের চাপে পড়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়নি। বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রবিবার ভবানীপুরে নির্বাচনী সভা থেকে কংগ্রেসকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিলেন অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, 'তৃণমূলের সঙ্গে RSS-এর ২০০৩ সাল থেকে সম্পর্ক রয়েছে। আপনি RSS-এর সঙ্গে লড়বেন? আপনার সঙ্গে অনেক পুরোনো সম্পর্ক। আজও সম্পর্ক রয়েছে। তাই আপনি মিলেমিশে চলেন।' পাশাপাশি তিনি দাবি করেন, অমিত শাহের সঙ্গে সেটিং না থাকলেও রাজনাথ সিং, নীতিন গড়কড়ি এবং মোহন ভাগবতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে দিদির। এই তথ্যের প্রমাণ হিসাবে দিন একটি কাগজে সামনে আনেন তিনি। কেন মমতার সঙ্গে RSS-এর সম্পর্ক রয়েছে? উত্তরে অধীর বলেন, 'আসলে RSS-এরও শর্ত রয়েছে। শর্ত হল দেশ থেকে কংগ্রেসকে মুছে দিতে সাহায্য করতে হবে।