scorecardresearch
 
Advertisement

VIDEO: উচ্চ মাধ্যমিকে প্রথম, নজির গড়ল রুমানা সুলতানা

VIDEO: উচ্চ মাধ্যমিকে প্রথম, নজির গড়ল রুমানা সুলতানা

উচ্চ মাধ্যমিক (Higher Secondary)-এর ফলাফল (Result)-এ রাজ্যের মেধা তালিকায় প্রথম (First) স্থান অধিকার করল মুর্শিদাবাদ (Murshidabad)-এর এক ছাত্রী। মাধ্যমিকে ৭৯ জন প্রথম স্থান অধিকার করলেও, উচ্চ মাধ্যমিকে এককভাবে প্রথম স্থান অধিকার করেছে কান্দি রাজা মনীন্দ্র চন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা (Rumana Sultana)। বাড়ি কান্দি শহরের হোটেল পাড়া। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯। মাধ্যমিকেও সে প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছিল। ৬৮৭ নম্বর পেয়ে মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন। রুমানার বাবা মা দুই জনেই শিক্ষক। জানা গিয়েছে, পড়াশোনায় বরাবর ভাল রুমানা। স্কুলের পরীক্ষায় প্রতি বছর প্রথম হতেন। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু করোনা আবহে পরীক্ষা না হওয়ায় কিছুটা হলেও হতাশ ছিল তাঁর মনে। রুমানা বলেন, একজন এককভাবে প্রথম হব ভাবিনি। প্রথম হওয়ায় ভাল লাগছে। তবে পরীক্ষা হলে আরও ভাল লাগত। এই কৃতী ছাত্রী ভবিষ্যতে একজন বিজ্ঞানী হতে চায়। উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার খবর পৌঁছাতেই পরিবারের সদস্যরা আনন্দে মেতে ওঠেন। খবর পাওয়া পরেই উচ্ছ্বসিত সাংসদ অধীর চৌধুরীও। তিনি জানান, মুর্শিদাবাদের তথা বাংলার আমাদের ঘরের কন্যা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হল, আমাদের বুকটা গর্বে ভরে গেল। আজ বাংলার নতুন সুলতানা রাজ্য কে কাঁপিয়ে দিল, অনেক অনেক শুভেচ্ছা।

Advertisement