scorecardresearch
 
Advertisement

Howrah: হাওড়ায় এই এলাকায় হেলমেট ছাড়া বাইকে বসলেই বিপদ! ফাঁদ পুরো রেডি

Howrah: হাওড়ায় এই এলাকায় হেলমেট ছাড়া বাইকে বসলেই বিপদ! ফাঁদ পুরো রেডি

আপনার কি বাইক আছে? বাইক চালানোর সময় মাঝে মাঝেই হেলমেট না পরেই বেরিয়ে যান বাইক নিয়ে? তাহলে কিন্তু এবার আপনার আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ, দুর্ঘটনা এড়ানোর জন্য এবার আরও কড়া পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। এবার থেকে বাইক চালানোর সময় যদি আপনার মাথায় হেলমেট না থাকে তাহলে সেই আরোহীকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এলাকায় হেলমেটহীন অবস্থায় বাইক চালাতে দেখলে আপনাকে চড়া ফাইন করা হবে। এরপরও যদি আপনি হেলমেট ছাড়়াই বাইক চালান, আর সেটা ধরা পড়ে তাহলে আপনার বাইকটিও আটক করা হতে পারে।

Safety measures on helmet use in Howrah

TAGS:
Advertisement