scorecardresearch
 
Advertisement

Sandeshkhali Shahjahan Arrest News: রাত 1 টা 15 মিনিটে গ্রেপ্তারের আগে শাহজাহান কী করছিল?

Sandeshkhali Shahjahan Arrest News: রাত 1 টা 15 মিনিটে গ্রেপ্তারের আগে শাহজাহান কী করছিল?

55 দিন পর অবশেষে মিনাখাঁ থেকে গ্রেপ্তার হয়েছে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। তাতে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি তদন্তভার নিয়েছে। প্রায় ৩৪টিরও বেশি মামলা দায়ের হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। এবার এই সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। একটি রাজ্যের একটি বহুল প্রচলিত সংবাদপত্র সূত্রে খবর, শাহজাহান নাকি নিজের একটি আলাদা বাহিনী তৈরি করেছিল। প্রায় চারশো থেকে পাঁচশো সদস্য ছিল সেই দলে। পুলিশের আদলেই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ওই বাহিনীর সদস্যদের। 

Sandeshkhali Shahjahan Arrest News

Advertisement