scorecardresearch
 
Advertisement

SRK fulfills cancer patient's wish: বাংলার ক্যান্সার আক্রান্তের ইচ্ছেপূরণ, 40 মিনিট শাহরুখের ভিডিও কল

SRK fulfills cancer patient's wish: বাংলার ক্যান্সার আক্রান্তের ইচ্ছেপূরণ, 40 মিনিট শাহরুখের ভিডিও কল

ক্যন্সার আক্রান্ত হয়ে জীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে স্বপ্নের নায়ক শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন খড়দহের শিবানী চক্রবর্তী। এই খবর আমরা দেখিয়েছিলাম সবার আগে। পৌঁছে গিয়েছিল বিভিন্ন মানুষের কাছে। তার বাড়িতেও প্রায় চারিদিকে সাজানো রয়েছে বাদসার ছবি। নিজের মায়ের ইচ্ছার কথা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন প্রিয়া চক্রবর্তী। সেটাই পৌঁছে যায় শাহরুখের কাছে। এবং পৌঁছে গিয়েছিল মন্নতেও। শাহরুখ কি নিরাশ করতে পারেন তাঁর ৬০ বছর বয়সি এই ভক্তকে? করেনওনি তিনি। শাহরুখ খান ভিডিও কলে কথা বললেন শিবানীর সঙ্গেও। শাহরুখের সঙ্গে বাংলার সম্পর্ক অনেক দিনের। KKR এর কর্নধারও সে। সেই বাংলাতেই শিবানীদেবীর শেষ ইচ্ছের কথা জানার পরেই নিজেই তার সঙ্গে দেখা করার জন্য আগ্রহ দেখান শাহরুখ। কিং খানের সঙ্গে শিবানীর ভার্চুয়াল সাক্ষাতের কথা সোশ্যাল মিডিয়ায় শাহরুখের ফ্যান ক্লাব জানিয়েছে। 40 মিনিট শাহরুখ কথা বলেন ক্যানসার আক্রান্ত শিবানীদেবী। শুধু তাই নয়, শিবানিকে আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন কিং খান। আপাতত স্বপ্নের নায়ককে দেখতে পেয়ে বেশ আবেগপ্লুত ক্যান্সার আক্রান্ত ওই মহিলা। জানা গিয়েছে, শিবানীর মেয়ে প্রিয়ার বিয়েতে শাহরুখ নিজেই নিজেকে আমন্ত্রণ জানান। এবং শিবানীর বাড়িতে গিয়ে মাছ ভাত খাবেন, এমন ইচ্ছাও প্রকাশ করেছেন শাহরুখ। শাহরুখের এই মানবিক মুখ দেখে হাসি মুখেই দেখা গেল শিবানী চক্রবর্তীকে।

Shah Rukh Khan fulfills 60-year-old cancer patient's last wish, video-calls and promises financial help.

Advertisement