নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশ তো খেয়েছেন। কিন্তু সীতাভোগ, মিহিদানা নলেন গুড়ের? সে-ও এক অমৃতসম মিষ্টান্ন। বর্ধমানে তৈরি হচ্ছে নলেন গুড়ের সীতাভোগ, মিহিদানা। বর্ধমানের সীতাভোগ, মিহিদানার প্রসিদ্ধ গণেশ মিষ্টান্ন ভাণ্ডারে নলেন গুড়ের সীতাভোগ, মিহিদানা কী ভাবে তৈরি হচ্ছে? দেখুন।
Burdwan's Famous Sitabhog made by Nolen Gur