সিকিমের হরপা বানে কাদার মধ্যে থেকে বের করা হচ্ছে সেনা ট্রাক। একেবারে চিঁড়ে চেপ্টা হয়ে গিয়েছে গাড়ি গুলোর। একেবারে কঙ্কাল সার অবস্থা। বুধবার ভোর রাতে মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সিকিমে। তিস্তা নদীর প্রবল জলোচ্ছ্বাসে সিকিমের সিনথামে সেনাছাউনি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর সেই ঘটনার পর থেকে 23 জন সেনা জওয়ান পুরোপুরি ভবে নিখোঁজ হয়ে পরেন। আর তাতে সেনা ছাইনিতে থাকা একাধিক সেনা গাড়ি নিখোঁজ ছিল। বৃহস্পতিবার পরিস্থিতি একটু স্বাভাবিক হতে উদ্ধার কার্য শুরু হয়। তারপরই সেনা গাড়ির হদিশ মেলে। উদ্ধারকার্যে নামানো হয় বড় বড় জেসিপি। মাটির নীচ থেকে একে একে উদ্ধার করা হয় একের পর এক সেনা ট্রাক।
Sikkim Flash Floods In Teesta River Due To Cloud Burst 23 Army Personnel Missing