পাহাড়়ের উপর থেকে হুড়মুড়িয়ে নামছে পাথর। সিকিমে ভয়াবহ ধস। সিকিমের মুনসেথাংয়ে চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। আপাতত ওই রাস্তা বন্ধ করে দিয়েছে। সিকিমে টানা বৃষ্টির জেরে এই ধস বলে জানা গিয়েছে। উৎসবের মরসুমে বহু পর্যটক রয়েছেন ওই রাজ্যে। তবে ধসের ঘটনায় কোনও হতাহতের খবর নেই।