scorecardresearch
 
Advertisement

Singur Land Case: সিঙ্গুরকাণ্ডে টাটা-কে ৭৬৬ কোটি ক্ষতিপূরণ কেন-মমতা বন্দ্যোপাধ্যায় এবার কী করবেন ?

Singur Land Case: সিঙ্গুরকাণ্ডে টাটা-কে ৭৬৬ কোটি ক্ষতিপূরণ কেন-মমতা বন্দ্যোপাধ্যায় এবার কী করবেন ?

২০১১ সালে সিঙ্গুরের জমি আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতায় আসে তৃণমূল সরকার। কিন্তু টাটা ও বাম সরকারের বিরুদ্ধে সেই আন্দোলনই এখন যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কেন একথা বলছি ? কারণটা আপনারা জানেন। সেটা হল আর্বিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশ। কী সেই নির্দেশ ? নির্দেশটা হল টাটা মোটরসকে ৭৫৬.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলে সোমবার পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন নিগমকে নির্দেশ দিয়েছে আর্বিট্রাল ট্রাইব্যুনাল। এখন প্রশ্ন কেন এই নির্দেশ ? এবার রাজ্য সরকার কী করবে? এত টাকার ক্ষতিপূরণ টাটাকে কি সত্যিই দেবে রাজ্য সরকার?

Advertisement