scorecardresearch
 
Advertisement

Snake Rescued From A House In Midnapore: কচ্ছপের ডিম মুখে নিয়ে চরম ফোঁস ফোঁস শব্দ, হুলস্থূল বাড়িতে আত্মারাম খাঁচাছাড়া

Snake Rescued From A House In Midnapore: কচ্ছপের ডিম মুখে নিয়ে চরম ফোঁস ফোঁস শব্দ, হুলস্থূল বাড়িতে আত্মারাম খাঁচাছাড়া

বাড়িতে কচ্ছপের ডিম এনে রেখেছিলেন বাচ্চা ফোটানোর জন্য ৷ গভীর রাতে হুলস্থূল কাণ্ড বেধে গেল গোটা পরিবারে। কয়েকদিন আগে বাড়ির পাশে থাকা পুকুরপাড়ে বেশ কিছু কচ্ছপের ডিম দেখতে পেয়েছিলেন ৷ সেগুলি অন্যকোনও প্রাণী দেখতে পেলে নষ্ট করে দেবে বা খেয়ে ফেলতে পারে এমন আশঙ্কা থেকে সেই কচ্ছপের ডিম এনে বাড়িতে রেখেছিলেন এক যুবক ৷ ধারনা ছিল তা থেকে কচ্ছপের বাচ্চা বের হবে ৷ তারপরে তিনি পুকুরে ছেড়ে দেবেন ৷ ডিমগুলিকে মাটি চাপা দিয়েই রেখেছিলেন ৷ তিনি জানতেন না তিনি প্রায় খালকেটে সাপ নিয়ে চলে এসেছিলেন ৷ পরে রাতের বেলা বাড়িতে ঢুকে দেখেন সেই ডিম খেতে হাজির হয়ে গিয়েছে বিশাল গোখরো খরিস ৷

Snake Rescued From A House In Midnapore

Advertisement