scorecardresearch
 
Advertisement

TMC Candidate List Issue: TMC-র প্রার্থী তালিকায় নাম নেই, নির্দলে প্রার্থী হবেন সোনারপুরের বিদায়ী কাউন্সিলর

TMC Candidate List Issue: TMC-র প্রার্থী তালিকায় নাম নেই, নির্দলে প্রার্থী হবেন সোনারপুরের বিদায়ী কাউন্সিলর

নির্দল থেকে প্রার্থী হবেন। প্রার্থী তালিকায় নাম না থাকায় এমনই সিদ্ধান্ত নিলেন রাজপুর সোনারপুর পুরসভার ৮ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কার্ত্তিক বিশ্বাস। পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই রাজপুর সোনারপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কার্তিক বিশ্বাসের। তাঁর অভিযোগ তাঁকে না জানিয়েই তাঁর পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে মোফাজাল হোসেন ওরফে ভুলুকে। দীর্ঘদিনের কাউন্সিলর কার্তিক বিশ্বাসকে টিকিট না দেওয়ায় এদিন সোনারপুর কামালগাজী রাস্তার মিশনপল্লি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁর অনুগামীরা।

Former TMC Councillor Of Sonarpur Has Decided to Fight as Independent Candidate

Advertisement