ইয়াস সাইক্লোন নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়ে জানালেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন। তিনি বলেন, 'আমরা আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রথমে একটি চিপ সেক্রেটারি লেভেলের মিটিং হয়েছে। সমস্ত গ্রাম পঞ্চায়েত, জেলাপরিষদ ,পঞ্চায়েত সমিতি সবাইকে নিয়ে অনেক বার মিটিং হয়ে গেছে । যাতে আপৎকালীন অবস্থায় আমরা তৈরি থাকি। দক্ষিণ ২৪ পরগনা জুড়ে যত দ্বীপ আছে, কোস্টাল এরিয়া আছে সেখানে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যত ট্রান্সফর্মার রয়েছে, হাইভোল্টেজ লাইন রয়েছে সেগুলোও পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৬ তারিখ যদি সাইক্লোন ঢোকে তার জন্য আমরা পুরোপুরি তৈরি রয়েছি।'