হঠাৎ করেই দিঘার (Digha) সমুদ্রের জল কাদা মাখা ঘোলা এবং কালো। তা দেখে হতবাক পর্যটক থেকে বিশেষজ্ঞরা। পর্যটকরা সমুদ্রস্নানে নেমে যাতে বিপদে না পড়েন, তড়িঘড়ি নিষেধাজ্ঞা জারি প্রশাসনের।বিগত কয়েক বছরে এ ধরনের ঘটনা ঘটেনি। সমুদ্রের (Sea) জল যেন ঘোলা কর্দমাক্ত, স্নান করতে গেলে চোখে মুখে কানে ঢুকে যাচ্ছে ঘোলাটে কালো জল (Muddy Water)। যদিও এমনটা হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রস্নানের ক্ষেত্রে। তাই নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের।