scorecardresearch
 
Advertisement

Suvendu Adhikari: ট্যাব কেলেঙ্কারি মমতার বাড়ি থেকে নিয়ন্ত্রিত হয়েছে? শুভেন্দু সব ফাঁস করলেন

Suvendu Adhikari: ট্যাব কেলেঙ্কারি মমতার বাড়ি থেকে নিয়ন্ত্রিত হয়েছে? শুভেন্দু সব ফাঁস করলেন

রাজ্যজুড়ে একের পর এক জেলায় উঠে আসছে ট্যাব কেলেঙ্কারির ঘটনা। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ক্লাস ইলেভেন ও টুয়েলেভের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ সামনে এসেছে। কোনও কোনও পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। আবার কোনও কোনও পড়ুয়ার অ্যাকাউন্টে ঢুকেছে ট্যাবের ডবল টাকা। শেষ পর্যন্ত বহু পড়ুয়ার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে সরকার। এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে বিরোধীরা কার্যত চেপে ধরেছে রাজ্যের শাসকদলকে। এই পরিস্থিতিতে রাজ্যের এক বিরোধী নেতা বড়সড় অভিযোগ করলেন। তাঁর অভিযোগ, রাজ্যের এই ট্যাব কেলেঙ্কারি নাকি নিয়ন্ত্রিত হয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। তিনি বলেন, এটা নিয়ন্ত্রিত হয়েছে মমতার বাড়ি থেকে। তৃনমূল যুক্ত অই প্যাক যুক্ত। তিনি দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী চোর তার পরিবার ও চোর। নিচুতলার কর্মীরা বলছে উনি ঝারতে পারলে আমরাও পাঁচটা ট্যাবের ৫০ হাজার ঝারতে পারলে ক্ষতি কি? ঝাড়ার প্রতিযোগিতা চলছে। এই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছত্রধর মাহাতো প্রসঙ্গে তিনি বলেন, উনি খুনি নেতা জ্ঞানেশ্বরী তে ১২৯ জন খুনের আসামী। পুলিশ সরে ঝাড়গ্রামে তৃণমূল ধপ করে পড়ে যাবে। সব মিলিয়ে এবার শুভেন্দু যেভাবে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন তাতে রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ঝাড়গ্রামের গাইঘাটাতে বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে এসে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগদান করেন শুভেন্দু।

Suvendu Adhikari calls out lottery scam involvement

Advertisement