প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী (Subhabrata Chakraborty)-র মৃত্যুর ঘটনা (Death Case)-য় রাজ্যের বিরোধী দলনেতা (Opposition Leader) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র বাড়িতে গিয়েছিলেন সিআইডি (CID)-র তদন্তকারীরা। সেই ইস্যুতেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)-কে আক্রমণ করলেন শুভেন্দু। বললেন, “আমার কিছুই করতে পারবেন না। আমি এক ইঞ্চি জমি ছাড়ার লোক নয় l আমাকে CID দেখিয়ে কোনো লাভ হবে না l আমার নিরাপত্তারক্ষী (Body Guard) যে আত্মহত্যা করেছে l মমতা ব্যানার্জী সিআইডি পাঠিয়েছিলেন আমার ৮০ বছরের বৃদ্ধ বাবা ও বৃদ্ধ মা কে দেখতে। ব্রিটিশ আমলে ৮ বছর জেলে ছিলো আমার পরিবারের লোক।”