বাংলাদেশে সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে কেন্দ্রের পাশেই রয়েছে বলে দলের অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের বাইরে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই বার্তাই দিয়েছেন। বাংলাদেশের সনাতনী সাধু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রসঙ্গে অভিষেক বলেন, প্রথমত এটি আন্তর্জাতিক বিষয়। এটি সেন্ট্রাল গর্ভনমেন্টের বিষয়। মানুষ সেন্ট্রাল গর্ভনমেন্টকে ম্যানডেট দিয়েছে। আমাদের দলের অবস্থান বারবার স্পষ্ট করেছি, আন্তর্জাতিক যেকোনও বিষয় সেন্ট্রাল গভর্নমেন্ট যে অবস্থান নেবে তা তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। তবে যে ঘটনাটি ঘটেছে তা কোনওমতেই সমর্থনযোগ্য নয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।
Suvendu Adhikari slams on Mamata's response on Bangladesh situation