দাঙ্গাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র। তিনি বলেন, প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা হোক। তাদের শাস্তি দেওয়া হোক। না হলে মমতা ব্যানার্জি যেভাবে আগুন লাগাচ্ছেন, একদিন সেই আগুনে তাঁকেও পুড়তে হবে।' রাজ্যে দাঙ্গা পরিস্থিতির পিছনে মুখ্যমন্ত্রীকে দায়ী করে তাঁর প্রশ্ন "দাঙ্গা কে লাগাচ্ছে? ওই সর্বনাশা মুখ্যমন্ত্রী, শনি ঠাকুর, ওই মমতা দেবী? এই শনিকে আমরা এই রাজ্য থেকে বিতাড়িত করবো এটাই বিজেপির শপথ।" তার হুঁশিয়ার 'বিজেপি কখনও চুপ করে বসে থাকবে না। ইটের বদলে পাটকেল ছুড়বে।'
Tapas Mitra on Mamata Banerjee