scorecardresearch
 
Advertisement

Taslima Nasrin: 'বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ কমিশনারকে পাঠিয়ে কলকাতা ছাড়ার থ্রেট দিতেন', বিস্ফোরক তসলিমা

Taslima Nasrin: 'বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ কমিশনারকে পাঠিয়ে কলকাতা ছাড়ার থ্রেট দিতেন', বিস্ফোরক তসলিমা

কলকাতার মতো প্রগতিশীল শহর ছেড়ে যে তাঁকে চলে যেতে হবে, সেটা কল্পনাও করতে পারেনি তসলিমা নাসরিন। নিজেকে তিনি বামপন্থী মনে করেন। অথচ রাজ্যে বাম শাসনেই তাঁকে কলকাতা ছাড়তে হয়েছিল! সেই ক্ষোভ আজও ভুলতে পারেননি 'দ্বিখণ্ডিত'-এর লেখিকা। 'ব্যক্তিগত'-তে তসলিমা বলেন,'২০০৪ সাল থেকে আমি কলকাতায় একটা বাড়িভাড়া নিয়ে থাকতে শুরু করি। একটা সময় দ্বিখণ্ডিত নিষিদ্ধ করা হল। ২০০৭ সালে আমাকে গৃহবন্দি করা হল। বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়কে পাঠাতেন, আমাকে চলে যাওয়ার জন্য বলতে।'

Advertisement