scorecardresearch
 
Advertisement

North Dinajpur: লুকিয়ে লুকিয়ে কুকর্ম করার দিন শেষ! দেখলেই শুঁটিয়ে লাল করে দেন 'বনের রাজা'!

North Dinajpur: লুকিয়ে লুকিয়ে কুকর্ম করার দিন শেষ! দেখলেই শুঁটিয়ে লাল করে দেন 'বনের রাজা'!

জেলার মধ্যে পর্যটন মানচিত্রে যে সমস্ত জায়গা চিহ্নিত করা হয়েছে তার মধ্যে অন্যতম ধামজা ফরেস্ট। একটা সময় শীত এলেই পিকনিকের আসর জমতো এই ঘন ফরেস্টে। কিন্তু আজ তা ইতিহাস। এই জঙ্গলকে ঘিরে অনেক পরিকল্পনাই করেছিল সরকার। এই জঙ্গলে রাজ্যের মন্ত্রীমাশায়েরও পা পড়েছে। তেনারাও এসে ঘুরে দেখে গিয়েছেন। দেওয়া হয়েছিল অনেক প্রতিশ্রুতি। অনেক পরিকল্পনা লিপিবদ্ধও করা হয়েছিল। কিন্তু সে সব কিছু খাতায়-কলমেই রয়ে গিয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। বলা চলে বাস্তবে তার বিন্দুমাত্র কোন পরিকল্পনাই কার্যকর হয়নি। তাই এখন ঘন জঙ্গলে ভরা এই ফরেস্ট শুধুমাত্র ফরেস্ট হিসেবেই থেকে গিয়েছে।

The hidden allure of Dhamja forest North Dinajpur

Advertisement