ভক্ত সেজে মন্দিরে প্রবেশ করে একটা পেনাম ঠুকেই ছোঁ মেরে ছিনিয়ে নিলেন মা কালির সোনার জিভ। তারপর এক মুহুর্ত সময় নষ্ট না করে দে ছুট। তারপর ধরা পড়ে মানসিক ভারসাম্যতার অভিনয় করেও শেষ রক্ষা হলো না। ৪০০ বছরের পুরানো কাঁথি সিদ্ধেশ্বরী মা কালীর মন্দির, এই মন্দিরে মা-এর জিভ সোনা দিয়ে বাঁধানো। বরিবারের রাত। মন্দির চত্বর ফাঁকা। পুরোহিত ও নেই আর সেই সুযোগকেই কাজে লাগালেন ওই ব্যাক্তি।
Theft at Maa Kali Mandir at East Midnapore