scorecardresearch
 
Advertisement

VIDEO: শান্তিপুর এলাকায় সারারাত ধরে চলছে গঙ্গা ভাঙন, ইলেকট্রিক পোল সহ তলিয়ে গেছে তিনটি বাড়ি

VIDEO: শান্তিপুর এলাকায় সারারাত ধরে চলছে গঙ্গা ভাঙন, ইলেকট্রিক পোল সহ তলিয়ে গেছে তিনটি বাড়ি

শান্তিপুর (Shantipur) শহরের ১৬ নম্বর ওয়ার্ডের চরসারাগর এলাকায় গঙ্গা ভাঙনের (Ganga Erosion) করাল গ্রাসে বিঘার পর বিঘা চাষের জমি সহ ১১টি পরিবার উৎখাত হয়েছিল বছরখানেক আগে। বৃহস্পতিবার রাতেও ফের ওই এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয়। বাড়িঘর, কল, বাথরুম একের পর এক ঝুপ ঝাপ শব্দে ভেঙে পড়ছে গঙ্গাবক্ষে। ইলেকট্রিক পোল (Electric Pole) আগেই চলে গেছে জলের মাঝে, তাই অন্ধকার অবস্থায় অত্যন্ত প্রয়োজনীয় ঘরের কিছু জিনিসপত্র সরানোর কাজ করছেন পুরুষরা। শিশুদের নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।

Advertisement