আর জি করের ঘটনা নিয়ে তোলপার রাজ্য রাজনীতি। ডাক্তারী পড়ুয়ার মৃত্যুতে হতবাক সকলেই। আর তাই দোষীদের সাজার দাবিতে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ। সকলের মুখে একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনায় বিরোধীরা রাজ্য সরকারের দিকেই আঙ্গুল তুলেছে। এই অবস্থায় কংগ্রেস গড়ে শক্তি বৃদ্ধি তৃণমূলের। কংগ্রেসের হাত ছেড়ে দলে দলে জোড়া ফুলে যোগদান। কংগ্রেস গড়ে তৃণমুলের শক্তি বৃদ্ধি। মালদহে আরও একটি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। প্রধান,উপপ্রধান সহ কংগ্রেসের ছয় জন সদস্য এবং সিপিএমের একজন সদস্য যোগদান করল তৃণমূল কংগ্রেস। ফলে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে 15 টি আসন পেয়ে এককভাবে কালিয়াচক এক নম্বর ব্লকের সিলামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করেছিল কংগ্রেস। কিন্তু বছর ঘুরতেই কংগ্রেস শিবিরে ভাঙ্গন ধরিয়ে শাসকদলের জয়লাভ হল।
TMC captures another gram panchayat from congress in malda district