scorecardresearch
 
Advertisement

Anubrata Mondal on Educational Institutions Close: 'শিক্ষা ব্যবস্থা ডকে উঠে যাবে,' মত অনুব্রতর

Anubrata Mondal on Educational Institutions Close: 'শিক্ষা ব্যবস্থা ডকে উঠে যাবে,' মত অনুব্রতর

'শিক্ষা ব্যবস্থা ডকে উঠে যাবে,' বোলপুরের তৃণমূলের জেলা কমিটির বৈঠকের আগে রাজ্যে করোনার বাড়বাড়ন্ত নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনই মন্তব্য করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন স্কুল বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, “রাজ্যকে বাঁচাতে গেলে এটি করতেই হত। কিছু করার নেই, বাচ্চা ছেলেদের কোভিড হয়ে গেলে আরও মুশকিল হবে। তবে এতে শিক্ষা ব্যবস্থা ডকে উঠে যাবে। বাড়িতে বসে পড়াশোনা হয় না। স্কুলে যে জিনিসটা হয় সেটা কি আর বাড়িতে বসে হয়।”

Anubrata Mondal's Reaction on Educational Institutions Close in West Bengal due to Covid 19

Advertisement