ট্রেনের এসি কোচে বসে যাচ্ছেন তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। তাঁর সঙ্গে এক মহিলা রয়েছেন। যিনি এসি কোচের টিকিট কাটেনি বলে অভিযোগ। তা নিয়ে টিটিই প্রশ্ন করতেই তুলকালাম। ট্রেনের মধ্যে যাত্রীদের সঙ্গে বিধায়কের ঝামেলা শুরু হয়। বিধায়ক বলতে থাকেন, 'যা পারেন করে নিন। হাইকোর্টে যান।' বিজেপি এমএলএ অগ্নিমিত্রা পাল এই ভিডিও শেয়ার করেছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।