scorecardresearch
 
Advertisement

Kalyan Banerjee: ‘বিপ্লবের নামে তঞ্চকতা করলেন, এটা ফ্রড’, ফের জুনিয়র ডাক্তারদের নিশানা কল্যাণের

Kalyan Banerjee: ‘বিপ্লবের নামে তঞ্চকতা করলেন, এটা ফ্রড’, ফের জুনিয়র ডাক্তারদের নিশানা কল্যাণের

ডাক্তারদের কর্মবিরতি নিয়ে স্টাইপেন্ড খোঁচা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগর নবগ্রামে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,'ডাক্তারবাবুরা কাজে যোগ দিয়েছেন ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন হল ৫৯ দিন ধরে কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা করে স্টাইপেন্ড নিলেন কী করে। কাজ করলেন না অথচ হাজিরা খাতায় সই করলেন, এটা তো ফ্রড- তঞ্চকতা। বিপ্লবের নামে বাংলার মানুষের সঙ্গে তঞ্চকতা করলেন, এটা মেনে নেওয়া যায় না। এ আবার কি ধরনের কর্মবিরতি। কাজও করব না আবার স্টাইপেন্ড এর টাকা নেবো এটা ফ্রড।

Advertisement