scorecardresearch
 
Advertisement

VIDEO: বৃষ্টিতে বন্ধ ট্রেন, শেওড়াফুলি স্টেশনে লাইন ধরে হাঁটতে হল যাত্রীদের

VIDEO: বৃষ্টিতে বন্ধ ট্রেন, শেওড়াফুলি স্টেশনে লাইন ধরে হাঁটতে হল যাত্রীদের

করোনা (Covid) মহামারী কেড়ে নিয়েছে মানুষের সাধারণ জীবন-যাপন, কেড়ে নিয়েছে তাদের উপার্জনের পথ। এদিকে সংক্রমণ ঠেকাতে সরকারের উদ্যোগে সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে রেল পরিষেবা। কিন্তু তার মধ্যেও করোনা স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করেই রুজি-রোজগারের কারণে রেলওয়ে স্টাফ স্পেশাল ট্রেনে উঠে নিয়মিত যাতায়াত করছিলেন বেশ কয়েকশো সাধারণ মানুষ। কিন্তু বিগত দু'দিনেট ভারী বৃষ্টি (Heavy Rain)-এর জেরে রেললাইনে জল জমে (Waterlogged) যায়। কোথাও কোথাও রেললাইন (Rail line)-এ ধ্বসও নামে, যে কারণে একাধিক লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল। এদিন এই একই কারণে পুরো ব্যান্ডেল -হাওড়া শাখা থেকে শুরু করে ব্যান্ডেল - বর্ধমান কড শাখা এবং শেওড়াফুলি - তারকেশ্বর - আরামবাগ শাখার ট্রেন পরিষেবা (Rail Services) ব্যাহত হয়। কিন্তু পেটের টানে থেমে থাকতে নারাজ সাধারণ মানুষ। তাই এদিন বালি রেলওয়ে স্টেশনে দেখা গেল এক আশ্চর্য ছবি। বেশ কয়েকশো সাধারণ মানুষ শেওড়াফুলি ও বালি রেলস্টেশন থেকে থেকে রেল লাইন ধরে হাটতে শুরু করেন হাওড়ার উদ্দেশ্যে।

Advertisement