ডায়মন্ড হারবার জেল থেকে আজ ১২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হয়েছে। কাকদ্বীপের BDO এবং কাকদ্বীপ থানার আইসির উপস্থিতিতে ডায়মন্ড হারবার উপ-সংশোধনাগার থেকে এই বারো জন মৎস্যজীবীকে হস্তান্তর করা হয়েছিল। প্রায় তিন মাস আগে এই ১২ জন বাংলাদেশি মৎস্যজীবী ভারতের জলসীমায় প্রবেশ করে। মঙ্গলবার তাদের কাকদ্বীপের বিডিও এবং কাকদ্বীপ থানার আইসির কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। এই সদিচ্ছার অঙ্গীকার হল বাংলাদেশের কারাগারে আটক ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ফিরিয়ে আনার চেষ্টা।