scorecardresearch
 
Advertisement

Amit Shah: '২০২৬ সালে বিধানসভা ভোট গণনার পরই...', বড় দাবি অমিত শাহের

Amit Shah: '২০২৬ সালে বিধানসভা ভোট গণনার পরই...', বড় দাবি অমিত শাহের

২০২৪ সালে অচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। এবার বাংলায় অচ্ছে দিন আসতে চলেছে বলে জানালেন অমিত শাহ। রবিবার তিনি দাবি করেন, বাংলার মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তাঁরা আক্ষেপ করছেন। সেই আক্ষেপের অবসান ঘটবে ২০২৬ সালে। বাংলায় অচ্ছে দিন আসতে খুব দেরি নেই। ২০২৬ সালের ভোটগণনার পরই অচ্ছে দিন শুরু হয়ে যাবে।

Advertisement