সরকারি হাসপাতাল তো নয়, যেনো সাপের আঁতুড় ঘর। হ্যাঁ, একমই তাই। হাসপাতালের ভিতরে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ। ভ্রুক্ষেপ নেই কাররো। সম্প্রতি এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। গত কয়েক দিন ধরেই ওই হাসপাতালে সাপের উপদ্রব বেড়েছিল বলে জানা গিয়েছে। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে বিষধর সাপের উপদ্রবে ছড়াল আতঙ্ক। বুধবার নার্সিং স্টাফেদের রান্নাঘরে কেউটে সাপ থাকতে দেখা যায়। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন কালনা হাসপাতালের নার্সিং স্টাফেরা। অভিযোগ, প্রায়ই হাসপাতালের বিভিন্ন জায়গায় সাপ দেখা যায়। বুধবার সাপ দেখা গেলে এলাকার এক ব্যক্তিকে ডাকা হয়। তিনি সাপটিকে ধরেন। পরে বন দপ্তরের হাতে তা তুলে দেওয়া হয়েছে।
Venomous snake found in Nurse room of Kalna Super speciality hospital