scorecardresearch
 
Advertisement

VIDEO: 'শান্তিপুরের মানুষের আস্থা অর্জন করতে পারিনি,' বলছেন BJP প্রার্থী

VIDEO: 'শান্তিপুরের মানুষের আস্থা অর্জন করতে পারিনি,' বলছেন BJP প্রার্থী

বাংলায় উপনির্বাচনে বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরের। বিধানসভা নির্বাচনে জেতা ২ আসন শান্তিপুর ও দিনহাটাও ধরে রাখতে পারল না বিজেপি। এদিন ফলাফল প্রকাশের পর শান্তিপুরে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস জানান, আমরা মানুষের আস্থা অর্জন করতে পারিনি শান্তিপুরে। সদ্য নির্বাচনের রাজ্য সরকার তৈরি হয়েছে। তাই মানুষ ভেবেছে আগামী আরও ৫ বছর এই সরকার থাকবে, সেক্ষেত্রে তারা মনে করেছেন তৃণমূল এই মুহূর্তে তাদের কাছে সেফ। পাশাপাশি সন্ত্রাসের প্রসঙ্গ তুলে তৃণমূলকে খোঁচা দিত ছাড়েননি তিনি।

BJP candidate Niranjan Biswas said we could not gain trust of Shantipur people

Advertisement