বঙ্গোপসাগরের নিম্নচাপ যে ঘূর্ণিঝড়েরই (Cyclone Remal) রূপ নেবে, তা স্পষ্ট করে দিয়েছে মৌসম ভবন (IMD)। নিয়মমাফিক এই সাইক্লোনটির নাম রিমাল (Remal) হতে পারে। ক্যানিং থেকে ৭৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমালের উৎস। কীভাবে যাবে কোথা দিয়ে যাবে ঘূর্ণিঝড়। নজর রাখুন সাইক্লোন ট্র্যাকারে।