scorecardresearch
 
Advertisement

Kolkata rape-murder case:লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মুখ বন্ধ আর নয়, অভয়ার বিচার চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ

Kolkata rape-murder case:লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মুখ বন্ধ আর নয়, অভয়ার বিচার চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ

জাস্টিস ফর আরজি কর এই দাবিতে উত্তাল গোটা রাজ্য। রাত দখলের লড়াইয়ে সামিল হতে দেখা গিয়েছিল রাজ্যবাসীকে। শহরের রাজপথে হাজির ছিলেন আট থেকে আশি। সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলে উঠেছেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’। এই আন্দোলন শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, একেবারে প্রত্যন্ত গ্রামগঞ্জে পৌঁছে গেছে। যাঁরা রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে অনেকটা সহযোগিতা পেয়েছিলেন, যাঁরা মেয়ের কন্যাশ্রী টাকা পেয়ে অনেকটাই লাভবান হয়েছিলেন তাঁদের মুখে এবার প্রতিবাদের সুর। তাঁরাও নিজের মেয়েদের সুরক্ষার দাবি চেয়ে একেবারে বেঁকে বসেছেন। তাঁরাও বলছেন যে RG করের ঘটনায় যে দোষী তাঁদের চিহ্নিত করে দ্রুত শাস্তি দিতে হবে, প্রকৃত তথ্য আমাদের সামনে আনতে হবে। লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মুখ বন্ধ আর নয়। তাহলে কি অভয়ার মৃত্যুই মমতার বিদায় ঘণ্টা বাজাবে? এই প্রশ্নই কিন্তু ভাবছে।

West Bengal erupts in Protests over R G Kar Hospital Incident

Advertisement