scorecardresearch
 
Advertisement

Bhangar Kolkata Police: হাই প্রোফাইল ভাঙড়ে এবার মহিলা থানা, গোয়েন্দা অফিস

Bhangar Kolkata Police: হাই প্রোফাইল ভাঙড়ে এবার মহিলা থানা, গোয়েন্দা অফিস

লালবাজারের মত ভাঙড়েও তৈরি হবে গোয়েন্দা দপ্তর। সঙ্গে থাকবে মহিলা থানাও। আর গোটা বিষয়টি লালবাজার সূত্রে জানা গিয়েছে। আর এইসব কিছু নিয়ে বেশ তৎপর কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকেই ভাঙড় নিয়ে আরও তৎপর হয়েছে কলকাতা পুলিশ। ভাঙড় এলাকার কিছু অংশ আগেই কলকাতা লেদার কমপ্লেক্স থানার অর্ন্তগত রয়েছে। দ্রুত আরও ন'টি থানা তৈরি করে ভাঙড়ের বাকি অংশও আনা হবে কলকাতা পুলিশের আওতায়। ওই ন'টি থানার মধ্যে ভাঙড় মহিলা থানাও তৈরি করা হবে বলে জানা গেছে লালবাজার সূত্রে।

Bhangar Latest News

Advertisement