ন্যাটো সেনা প্রত্যাহারের পরে প্রবল গতিতে আফগানিস্তান শক্তিবৃদ্ধি করছে তালিবান। প্রচুর জেলায় ইতিমধ্যে তালিবান দখল করেছে। পরে বিষয়টি নিয়ে চিন্তা বাড়ছে সব দেশের। তালিবানের শক্তিবৃদ্ধিতে এবার তাৎপর্যপূর্ণ দাবি করলেন আফগানিস্তানের সাংসদ মরিয়ম সোলায়মানখিল।
তিনি জানান, বকলমে পাকিস্তান সমর্থন দিচ্ছে তালিবানদের। ১৪ জুলাই পাকিস্তানের একটি হাসপাতালে ৩৫ জন তালিবান জঙ্গি চিকিৎসা হয়েছে। এর প্রত্যেকেই যুদ্ধ আহত হয়েছে। তাঁর দাবি, যুদ্ধে আহত তালিবানদের চিকিৎসা সাহায্য করছে পাকিস্তান। ছবি-এপি
ইন্ডিয়া টুডের সঙ্গে কথোপকথনে তিনি জানান, তালিবান শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বের জন্য হুমকি। আর তাদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এটা আর গোপন নেই। ছবি-এপি
মরিয়ম আরও বলেন, পাক সীমান্ত ৪০ হাজার মাদ্রাসা রয়েছে। সেখানে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে তালিবানদের কাছে পাঠানো হচ্ছে।
আফগান সাংসদের দাবি, তালিবানের মতো একটি হিংস্র দল ২০ বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালাচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে, প্রতিবেশী দেশের সমর্থন ছাড়া তারা এতোদূর এগোতেই পারত না।