মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আজ, ২০ জানুয়ারি শপথ নেবেন বাইডেন (Joe Biden)। আমেরিকায় অভিবাসীদের (immigrants) নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব ইতিমধ্যেই মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন তিনি।
মার্কিন কংগ্রেসে বাইডেনের (Joe Biden) অভিবাসন (Immigration) সংক্রান্ত প্রস্তাব পাশ হয়ে গেলে উপকৃত হবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবেন লক্ষাধিক ভারতীয়।
বাইডেনের দলে জায়গা পেয়েছেন ২০ জন ভারতীয় বংশোদ্ভূত যাঁদের মধ্যে ১৩ জনই মহিলা।। নতুন মার্কিন প্রশাসনের শীর্ষপদে থাকছেন এই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা।
হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বিভাগের ডিরেক্টরের পদে বসতে চলেছেন নীরা ট্যান্ডন। বাইডেন প্রশাসনের চিফ অব স্টাফ হতে চলেছেন রন ক্লেইন (Ron Klein)।
হোয়াইট হাউজের নতুন আধিকারিকদের উদ্দেশে একটি বার্তায় ক্লেইন (Ron Klein) জানান, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরুর প্রথম ১০ দিনের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছেন বাইডেন।
বাইডেন প্রশাসনের চিফ অব স্টাফ জানান, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই চারটি বিষয়ে প্রশাসনিক নির্দেশে সই করতে পারেন বাইডেন (Joe Biden)।
আমেরিকার হারানো গৌরব পুনরুদ্ধারের চেষ্টায় যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি করতে চলেছে বাইডেন প্রশাসন সেগুলির মধ্যে করোনা অতিমারী সঙ্কটের মোকাবিলা, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কর্মসূচী, বর্ণবৈষম্য বিরোধী ব্যবস্থা এবং অভিবাসন (Immigration) সংক্রান্ত নীতিতে পরিবর্তন।
ক্লেইন জানান, মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে প্রায় ২ ট্রিলিয়ন মার্কিন ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করার কথা ভাবছেন বাইডেন। তাছাড়া প্যারিস জলবায়ু চুক্তিতে সই করবেন তিনি।