scorecardresearch
 
Advertisement
বিশ্ব

মাত্র ৭৫ টাকায় কর্মচারিকে দোকান বেচে দিলেন মালিক! কেন?

সেলুন বিক্রি
  • 1/7

কর্মচারির কাজে খুশি হয়ে তাঁকে মাত্র এক ডলার অর্থাৎ ৭৫ টাকায় গোটা দোকান বিক্রি করে দিলেন দোকান মালিক। 

সেলুন বিক্রি
  • 2/7

শুনতে আশ্চর্য লাগলেও এই ঘটনা বাস্তব। ঘটনাটি আমেরিকার। আসলে পিয়ো ইম্পের্তি নামের ওই দোকান মালিক তাঁর দোকানের কর্মী ক্যাথি মৌরের কাজে এতটাই খুশি হন যে, তাঁকে গোটা সেলুনটাই বিক্রি করে দেন অত অল্প টাকায়। 

সেলুন বিক্রি
  • 3/7

মালিকের কাছে এত কম টাকায় দোকানটা কিনতে পেরে খুশি ক্যাথি। তিনি সেজন্য পিয়ো ইম্পের্তিকে ধন্যবাদ জানিয়েছেন। 

Advertisement
সেলুন বিক্রি
  • 4/7

আসলে হাইস্কুল পাশ করার পর পিয়োর সেলুনে কাজ করতে শুরু করেন ক্যাথি। তিনি জানান, অনেকদিন কাজ করার ফলে তিনি মালিকের বিশ্বাস অর্জন করে নেন। তারই পুরস্কার হিসেবে গোটা সেলুনটাই তাঁকে দিয়েছেন  পিয়ো। 

সেলুন বিক্রি
  • 5/7

পিয়ো জানান, 'ক্যাথি খুব ভালো একজন কর্মী ও পরিশ্রমী ও ভালো মানুষ। সেই কারণে তাঁর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে তিনি সেলুনটি তাঁর নামে করে দিয়েছেন।' 

সেলুন বিক্রি
  • 6/7

তবে ৭৫ টাকার বিনিময়ে আস্ত সেলুনটি পেলেও সেখানকার প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য আরও কিছু টাকা খরচ করেছেন ক্যাথি। এখন ক্যাথিই দোকানের মালিক আর পিয়ো সেখানকার ঠিকাদার। 
 

সেলুন বিক্রি
  • 7/7

দোকানের মালিক হওয়ার পর ক্যাথি জানিয়েছেন, তিনি খুব ভাগ্যবতী। এমন একজন মালিক পাওয়ার ফলে। তিনি ও পিয়ো এখন একজন বন্ধুর মতো। ক্যাথি আরও জানান, তিনি যখন স্কুল পাশ করেন তৎন কেউ তাঁকে কাজে রাখতে রাজি হচ্ছিলেন না। কিন্তু, পিয়ো তাঁকে কাজে রাখেন। তারপর থেকে একমনে কাজ করেছেনষ়। তারই সুফল পেলেন আজ। 
 

Advertisement