শেষ দেখা গিয়েছিল প্রায় ৮০ বছর আগে। দারুণ দেখতে তাদের। দিব্যি উড়ে বেড়াত। নাম জেরসেস ব্লু প্রজাপতি (Xerces Blue Butterfly)। মনে করা হয়, তার পর থেকে ওই প্রজাতির প্রজাপতি লুপ্ত হয়ে গিয়েছে। আর এর কারণ হল মানুষ। মানুষের কারণে সেটি হারিয়ে গিয়েছে। বলা হয়, মানুষের কারণে এটি প্রথম প্রজাতির কোনও প্রাণী। ছবি: গেটি ইমেজেস
অন্য ভাবে বলতে গেলে আমেরিকার প্রথম কোনও হারিয়ে যাওয়া পতঙ্গ সেটি। এ ব্য়াপারে বিজ্ঞানীরা সরাসরি মানুষকে দায়ী করেছেন। কেন হারিয়ে গেলে রঙিন এই প্রাণীটি? রইল তার কারণ। সম্প্রতি সে ব্যাপারে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে বায়োলজি লেটার্স নামে এক পত্রিকায়। সেখানে বলা হয়েছে জেরসেস ব্লু প্রজাপতি (Xerces Blue Butterfly) কী করে হারিয়ে গিয়েছে। ছবি: গেটি ইমেজেস
৯৩ বছরের পরুনো জেরসেস ব্লু প্রজাপতি (Xerces Blue Butterfly)-র ডিএনএ নিয়ে পরীক্ষা করা হয়েছিল। তার একটি কপি শিকাগোর ফিল্ড মিউজিয়ামে রাখা হয়েছে। যাতে মানুষের ভুলের ব্যাপারে মানুষকে জানানো যায়। ছবি: গেটি ইমেজেস
ফিল্ডস গ্রেঙ্গর বায়োইনফরমেটিক্স সেন্টারের সহ-অধিকর্তা আর ওই গবেষণাদলের অন্যতম সদস্য ফেলিক্স গ্রেভি বলেন, ১০০ বছর আগে মানুষের গতিবিধির কারণে এই হাল। আর তাই জেরসেস ব্লু প্রজাপতি (Xerces Blue Butterfly)-র মতো সুন্দর প্রজাপতি পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। ছবি: গেটি ইমেজেস
তিনি দাবি করেন, তাঁদের গবেষণায় সে কথা প্রমাণিত। তাঁরা জেরসেস ব্লু প্রজাপতি (Xerces Blue Butterfly)-এর ডিএনএ পরীক্ষা করা হয়। ছবি: গেটি ইমেজেস
93-Year-Old Butterfly Is The First US Insect To Go Extinct Because Of Humanshttps://t.co/9p13VnjZjb pic.twitter.com/RFTWbPdk5V
— IFLScience (@IFLScience) July 21, 2021
সাধারণ ভাবে জেরসেস ব্লু প্রজাপতি (Xerces Blue Butterfly) নামে পরিচিত। শেষ বার এটিকে দেখা গিয়েছিল সান ফ্রান্সিকোয়। সেটা ১৯৪০ সালের প্রথম দিকে। ছবি: গেটি ইমেজেস ছবি: গেটি ইমেজেস
তবে একটা আশ্চর্যের কথা রয়েছে। সেটা হল ১৮৫২ সালে জেরসেস ব্লু প্রজাপতি (Xerces Blue Butterfly)-কে খোঁজা হয়েছিল। দূষণ, নগরায়নের কারণে জোর ধাক্কা খেয়েছে ওদের জীবনযাপন। ছবি: গেটি ইমেজেস