scorecardresearch
 

Iran-Israel Conflict: ইরান-ইজরায়েল 'যুদ্ধ', পেট্রোল-ডিজেলের দাম কত বাড়তে পারে? সংঘর্ষে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী

Oil Price: ইজরায়েল সেনার তরফে জানানো হয়েছে, ইরান ১৮০টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। মঙ্গলবার রাত অতর্কিতে হামলা চালাতে শুরু করে ইরান। রাতভর ধ্বংসলীলা চলেছে ইজরায়েলে। রাজধানী তেল আভিভের কাছে ব্যাপক গোলাগুলিও চলেছে। প্রচুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
ইরান ইজরায়েল সংঘর্ষ ইরান ইজরায়েল সংঘর্ষ
হাইলাইটস
  • ১৮০টি মিসাইল হামলা ইরানের
  • এই সংঘর্ষে ভারতের কী অবস্থান?
  • তেল সেক্টরে ইরানের গুরুত্ব বিরাট

ইজরায়েল ও ইরানের (Iran-Israel Conflict) মধ্যে যুদ্ধে গোটা দুনিয়ায় বাড়াচ্ছে উদ্বেগ। ইজরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ইজরায়েলে প্রায় ১৮০টি মারাত্মক মিসাইল হামলা চালাল ইরান। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর পাল্টা হুঁশিয়ারি, এই হামলার ফল ভুগতে হবে ইরানকে। যার নির্যাস, ইজরায়েল আরও ভয়াবহ হামলা চালাতে পারে ইরানে। আর মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম (Crude Oil Price) বাড়ার সম্ভাবনা প্রকট হচ্ছে। ইরানের হামলার পরেই অশোধিত তেলের দাম বিশ্ববাজারে ৫ শতাংশ বেড়ে গিয়েছে। যার ফলে পেট্রোল, ডিজেল সহ পেট্রোপণ্যের দাম বাড়বে।

১৮০টি মিসাইল হামলা ইরানের

ইজরায়েল সেনার তরফে জানানো হয়েছে, ইরান ১৮০টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। মঙ্গলবার রাত অতর্কিতে হামলা চালাতে শুরু করে ইরান। রাতভর ধ্বংসলীলা চলেছে ইজরায়েলে। রাজধানী তেল আভিভের কাছে ব্যাপক গোলাগুলিও চলেছে। প্রচুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে সংখ্যাটা অনেক বাড়ার আশঙ্কা।

আরও পড়ুন

ইজরায়েলে ইরানের মিসাইল হামলার সময় শেল্টার খুঁজছেন সাধারণ মানুষ-- ছবি সৌজন্য: রয়টার্স
ইজরায়েলে ইরানের মিসাইল হামলার সময় শেল্টার খুঁজছেন সাধারণ মানুষ-- ছবি সৌজন্য: রয়টার্স

এই সংঘর্ষে ভারতের কী অবস্থান?

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত এই পরিস্থিতিতে আলোচনা ও কূটনৈতিক সমাধানের পথই খুঁজবে। ওয়াশিংটনে একটি ইভেন্টে তিনি বলেন, 'এই রকম একটি কঠিন সময়ে আলোচনার গুরুত্বকে খাটো করে দেখবেন না। আলোচনা ও কূটনৈতিক সমাধানের জন্য আমরা যা যা করার, করব। আমরা শুধু লেবাননের ঘটনা নিয়ে নয়, সামগ্রিক সংঘর্ষ নিয়েই চিন্তিত।'

তেল সেক্টরে ইরানের গুরুত্ব বিরাট

বিশ্ব তেলের বাজারে সবচেয়ে বড় প্লেয়ারের নাম ইরান। বিশ্বে মোট অশোধিত তেলের বড় অংশই আসে ইরান থেকে। ফলে তেলের জোগান কমতে পারে। যার ফলে পেট্রোল, ডিজেলের দাম বাড়বে। বাড়তে পারে জেট ফুয়েলের দামও। ফলে জিনিসপত্রের দাম বাড়ার পাশাপাশি প্লেনের ভাড়া বাড়ারও আশঙ্কা রয়েছে। 

Advertisement

Advertisement