গাজার বন্দি মুক্তির জন্য সময়সীমা বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, 'গাজার বন্দি মুক্ত না হলে মধ্যপ্রাচ্যে 'নরক নেমে আসবে'।
২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তার আগেই গাজা থেকে সব বন্দিকে মুক্তি দেওয়ার সময় বেঁধে দিলেন তিনি।
২০২৩ সালে হামাসের যোদ্ধারা ইজরায়েলে আক্রমণ চালিয়ে ২৫০ জনের বেশি মানুষকে অপহরণ করে। এদের মধ্যে ইজরায়েলি-মার্কিন নাগরিকও রয়েছেন। এখনও পর্যন্ত ১০১ জন বিদেশি এবং ইজরায়েলি বন্দির মধ্যে প্রায় অর্ধেক জীবিত আছেন বলে জানা গিয়েছে।
ট্রাম্পের হুঁশিয়ারি
নভেম্বরে নির্বাচিত হওয়ার পর, বন্দি মুক্তি প্রসঙ্গে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তিনি বলেন, '২০ জানুয়ারির আগে যদি বন্দিরা মুক্ত না হয়, তবে মধ্যপ্রাচ্যে নরক নামবে এবং যারা এই মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের জন্যও।'
'যারা দায়ী, তাদের এমনভাবে আঘাত করা হবে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনো হয়নি।'
হামাসের প্রতিক্রিয়া
হামাস যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে সম্পূর্ণ ইজরায়েলি প্রত্যাহারের শর্তে বন্দি মুক্তি দিতে চায়।
ইজরায়েলের অবস্থান
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
বর্তমান পরিস্থিতি
হামাস দাবি করেছে, প্রায় ৩৩ জন বন্দি গাজার সংঘর্ষে মারা গেছেন। ইজরায়েলের আক্রমণে ৪৪,৪০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজার অধিকাংশ জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।