Israel-Hezbollah war: প্রয়োজনে আবারও ইজরায়েল আক্রমণ করার হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনি। ইজরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসারল্লাহর স্মরণসভায় তিনি বলেছেন, 'প্রয়োজনে আবারও ইজরায়েল আক্রমণ করব। হিজবুল্লা এবং লেবাননের জনগণ তাঁদের অধিকারের জন্য লড়াই করছে। ইজরায়েল লেবানন থেকে বিতাড়িত। লেবাননের মুসলমানরা তাঁদের সম্মান রক্ষা করে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ফিলিস্তিনি মুসলমানদের অধিকারের জন্য হামাসও ইজরায়েলের বিরুদ্ধে লড়াই করছে।'
শুক্রবার তেহরানের গ্র্যান্ড মসজিদে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। নামাজের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেইনি জনগণের উদ্দেশে ভাষণ দেন। এ সময় তিনি সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ইরানের জনগণকে উদ্দেশ্য করে খামেইনি বলেন, 'তোমরা আল্লাহর দেখানো পথ থেকে বিচ্যুত হবে না। মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভালবাসা নিয়ে বাঁচতে হবে।'
ইজরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে খামেইনি বলেন, 'ইজরায়েল অবৈধভাবে ফিলিস্তিনের এলাকা দখল করে রেখেছে। প্রত্যেক দেশেরই আত্মরক্ষার অধিকার আছে আত্মরক্ষার। ফিলিস্তিনি জনগণের রুখে দাঁড়ানোর পূর্ণ অধিকার রয়েছে। গত বছরের ৭ অক্টোবরের হামলা ন্যায্য ছিল। আমরা যে কোনও মূল্যে ইজরায়েলকে ধ্বংস করব। ওই হামলা একেবারেই সঠিক। আমি আরব মুসলমানদের আমাদের সমর্থন করার জন্য বলছি। আমরা লেবাননের জন্য সবকিছু করব। হাসান নাসারল্লাহর চলে যাওয়া আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তোমরা আল্লার দেখানো পথ থেকে বিচ্যুত হবে না। আমরা শত্রুদের পরিকল্পনা সফল হতে দেব না তারা মুসলমানদের সঙ্গে শত্রুতা বাড়াতে চায়। শত্রুরা তাদের অশুভ রাজনীতি বাড়াতে চায়। ফিলিস্তিনের মানুষের তাদের ভূমি ফিরিয়ে নেওয়ার অধিকার রয়েছে। ইরান থেকে লেবানন পর্যন্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করে জবাব দিয়েছে ইরান।'
নাসারল্লাহকে ভাই বলে অভিহিত করে খামেইনি তাঁকে লেবাননের উজ্জ্বল রত্ন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'আমার ভাই নাসারল্লাহ আমার জন্য গর্বের উৎস। মুসলিম বিশ্বে তাঁর মর্যাদা ছিল অনেক বড়। তিনি ছিলেন মুসলমানদের কণ্ঠস্বর এবং লেবাননের উজ্জ্বল রত্ন। তাঁকে সম্মান করা জরুরি। এখন তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর পথচলা ও অনুরণিত কণ্ঠ আমাদের মাঝে আছে এবং চিরকাল থাকবে। তিনি ছিলেন নির্যাতিতদের কণ্ঠস্বর ও সাহসী সমর্থক। তাঁর জনপ্রিয়তা ও প্রভাবের পরিধি লেবানন, ইরান ও আরব দেশ ছাড়িয়ে ছিল এবং এখন তাঁর বলিদানের মাধ্যমে এই প্রভাব আরও বৃদ্ধি পাবে।'