scorecardresearch
 

Imran Khan: বাড়ি থেকে গ্রেফতার ইমরান খান, তোষাখানা মামলায় ৩ বছরের কারাদণ্ড

তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার ইসলামাবাদের একটি আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরানকে তিন বছরের জেলের সাজা দিয়েছে। পাক আইন বলছে, আদালতের এই রায়ের ফলে আগামী পাঁচ বছর ভোটে লড়তে পারবেন না তিনি। তার দলের তরফে এক টুইট বার্তায় একথা জানানো হয়েছে।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।
  • শনিবার ইসলামাবাদের একটি আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরানকে তিন বছরের জেলের সাজা দিয়েছে।
  • পাক আইন বলছে, আদালতের এই রায়ের ফলে আগামী পাঁচ বছর ভোটে লড়তে পারবেন না তিনি।

তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার ইসলামাবাদের একটি আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরানকে তিন বছরের জেলের সাজা দিয়েছে। পাক আইন বলছে, আদালতের এই রায়ের ফলে আগামী পাঁচ বছর ভোটে লড়তে পারবেন না তিনি। তার দলের তরফে এক টুইট বার্তায় একথা জানানো হয়েছে।

ইসলামাবাদের একটি আদালত শনিবার তোষাখানা মামলায় ইমরান খানকে "দুর্নীতির" জন্য দোষী ঘোষণা করেছে। পাকিস্তানি সংবাদপত্র 'দ্য ডন' একথা জানিয়েছে। ইসলামাবাদ-ভিত্তিক জেলা ও দায়রা জজের অতিরিক্ত বিচারক হুমায়ুন দিলাওয়ারও খানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন, যোগ করেছেন যে জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও ৬ মাসের জন্য কারাগারে রাখা হবে। তার দল পিটিআই এক বিবৃতিতে বলেছে, "এটা একেবারেই লজ্জাজনক এবং ঘৃণ্য যেভাবে আইনের উপহাস চলছে শুধুমাত্র কারণ ইমরান খানকে অযোগ্য ঘোষণা এবং জেলে পাঠানোর"।

আজ শুনানির সময়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার রায় দেন যে, মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে৷ তিনি বলেন, "ইমরান খান পাকিস্তানের নির্বাচন কমিশনে জাল বিবরণ জমা দিয়েছেন এবং দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।" 

আরও পড়ুন

ইমরান খানের বাড়ির বাইরে ভারী পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জামান পার্ক সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জিও নিউজ অনুসারে কোনও জমায়েতের অনুমতি নেই এবং বিক্ষোভকারীদের। পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) অভিযোগে গত বছর দায়ের করা তোশাখানা মামলায় ৭০ বছর বয়সী খানকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, যেটি তাঁকে একই মামলায় অযোগ্য ঘোষণা করেছিল। তিনি তাঁর ২০১৮ থেকে ২০২২ সালের প্রধানমন্ত্রীত্বের অপব্যবহার করে রাষ্ট্রীয় দখলে থাকা উপহার কেনা-বেচা করার অভিযোগে অভিযুক্ত যা বিদেশে সফরের সময় পেয়েছিলেন। 

Advertisement

ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) খানের বিরুদ্ধে ফৌজদারি কার্যধারার জন্য তোশাখানা মামলার রক্ষণাবেক্ষণের জন্য একটি দায়রা আদালতের রায় বাতিল করার একদিন পরে এই রায় আসে।

 

TAGS:
Advertisement